Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ভানুবিল কৃষক আন্দোলন স্মারক স্তম্ভ
বিস্তারিত

কমলগঞ্জ উপজেলাধীন আদমপুর ইউনিয়নের ভানুবিল নাম স্থানে ১৩০৭ বাংলা সনে প্রজা বিদ্রোহ সংঘটিত হয়। মূলত কৃষকদের উপর জমিদারী নির্যাতনের বিরুদ্ধে এ বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ভানুবিল মাঝেরগাঁও নিবাসী পঞ্চানন শর্মা ও কাশেম আলী প্রমূখ এর নেতৃত্বে সংঘটিত বিদ্রোহের চরম পর্যায়ে সরজমিনে তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি ব্রিটিশ প্রতিনিধি দল ভানুবিলে আসেন। ১৯৩৫খ্রি: প্রজাস্বত্ব আইন হলে তৎকালিন সরকার কৃষকদের বেশ কয়েকটি অধিকারের স্বীকৃতি দিতে বাধ্য হয়। এই বিদ্রোহই ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ নামে স্বীকৃত।