কমলগঞ্জ উপজেলাধীন আদমপুর ইউনিয়নের ভানুবিল নাম স্থানে ১৩০৭ বাংলা সনে প্রজা বিদ্রোহ সংঘটিত হয়। মূলত কৃষকদের উপর জমিদারী নির্যাতনের বিরুদ্ধে এ বিদ্রোহ সংঘটিত হয়েছিল। ভানুবিল মাঝেরগাঁও নিবাসী পঞ্চানন শর্মা ও কাশেম আলী প্রমূখ এর নেতৃত্বে সংঘটিত বিদ্রোহের চরম পর্যায়ে সরজমিনে তদন্তের জন্য ৩ সদস্য বিশিষ্ট একটি ব্রিটিশ প্রতিনিধি দল ভানুবিলে আসেন। ১৯৩৫খ্রি: প্রজাস্বত্ব আইন হলে তৎকালিন সরকার কৃষকদের বেশ কয়েকটি অধিকারের স্বীকৃতি দিতে বাধ্য হয়। এই বিদ্রোহই ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ নামে স্বীকৃত।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS