Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আদমপুর ইউনিয়ন

 

 

কালের স্বাক্ষী হয়ে দাড়িয়ে আছে ২৪টি গ্রাম নিয়ে এ আদমপু ইউনিয়ন। এখানে নানা সম্প্রদায়ের লোক বসবাস করে। এর মধ্যে  উপজাতি সম্প্রদায় হিসাবে মনিপুরী মীতৈ, বিষ্ণুপ্রিয়া, পাঙ্গাল, খাসিয়া, গারো ইত্যাদি এবং অনগ্রসর সম্প্রদায় হিসাবে শব্দকর ও নমঃসুদ্র সমাজের বসবাস রহিয়াছে। শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান পালন ও খেলাধুলা নিয়ে এ ইউনিয়ন তার আপন গতিতে চলমান।

 

ক) নাম : ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন : ১১৪ বর্গ কি:মি:

গ) লোকসংখ্যা : ২৭১৪৯ জন (পুরুষ- ১৩১৫৫, মহিলা- ১৩৯৯০)

ঘ) গ্রামের সংখ্যা : ২৪টি

ঙ) মৌজার সংখ্যা : ০৮টি

চ) হাট/বাজারের সংখ্যা : ৪টি

ছ) উপজেলা থেকে যোগাযোগের ব্যবস্থা : সিএনজি, বাস, রিক্সা, পিকআপ, মাইক্র মোটরসাইকেল মাধ্যমে

জ) শিক্ষার হার: ৭০%

ঝ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ১৪টি

ঞ) বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা : ০৮টি

ট) উচ্চ বিদ্যালয় : ০২টি

ঠ) জে,এস,সি ও এস,এস,সি পরীক্ষার কেন্দ্র : ০১ টি

 স্থান : তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়, আদমপুর বাজার।

ড) মাদ্রাসা : ০৪টি

ঢ) দায়িত্বরত চেয়ারম্যান : জনাব মোঃ আবদাল হোসেন

ন) গুরুত্বপূর্ন ধর্মীয় স্থান : ০১টি (জালাল শাহ মোকাম)

ত) ঐতিহাসিক পর্যটন স্থান : নাই

থ) ইউপি নতুন ভবন স্থাপিত কাল : স্থাপিত হয় নাই।

দ) নবগঠিত পরিষদের বিবরণ:

            শপথ গ্রহনের তারিখ : ০৯/০৮/২০১৬ইং

            প্রথম সভার তারিখ : ১৪/০৮/২০১৬ইং

            মেয়াদ উত্তীর্নের তারিখ : ১৩/০৮/২০২১ইং

 

ধ) গ্রাম সমূহের নাম

 হকতিয়ারখোলা, কাটাবিল, কেওয়ালীঘাট, মধ্যভাগ, বনগাঁও, নওয়াগাঁও, উত্তরভাগ, জালালপুর, পূর্ব জালালপুর, কাউয়ারগলা, রাজকান্দি, আধানী, কোনাগাঁও, ছনগাঁও, ভানুবিল, মাঝেরগাঁও, নয়াপত্তন, উত্তর ভানুবিল, ঘোড়ামারা, তিলকপুর, হোমেরজান, তেতইগাঁও, কান্দিগাঁও, পশ্চিম জালালপুর।   

ন) ইউনিয়ন পরিষদের জনবল

  নির্বাচিত পরিষদ সদস্য : ১৩ জন

  ইউনিয়ন পরিষদ সচিব : ০১ জন

 অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর : ০১ জন

  ইউনিয় গ্রাম পুলিশ   : ০৯ জন

  ইউনিয়ন দফাদার : ০১ জন